সারা দেশে ছাত্রদের ওপর হামলা ও গুম-খুনের প্রতিবাদে পদযাত্রা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে থাকেন শাবি শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে আরও যোগ দেন সিলেটের এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় পদযাত্রাটি সিলেট শহরের অভিমুখে যাত্রা করে নগরীর সুবিদবাজার এলাকায় এলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের। এ সময় আহত হন একাধিক শিক্ষার্থী।
এ পদযাত্রায় অংশ নেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কয়েক হাজার শিক্ষার্থী।