বুধবার, ১২ মার্চ ২০২৫
বুধবার, ১২ মার্চ ২০২৫

খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ফেরদৌসকে

খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ফেরদৌসকে

প্রকাশ:

প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। তবে এমপি হওয়ার সুখ বেশিদিন স্থায়ী হলো না তার ।

মাত্র পাঁচ মাসের মাথায় হারাতে হলো তার সংসদ সদস্য পদ। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে আগস্টের ৫ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সঙ্গে সরকারের অনেক মন্ত্রী-এমপিও দেশ ছাড়েন। একদিন পরেই ভেঙে দেওয়া হয় সংসদ।

এরপরই প্রশ্ন ওঠে চিত্রনায়ক ফেরদৌসের অবস্থান নিয়ে। এই তারকা কি দেশ ছেড়েছেন, নাকি দেশেই কোথাও গা-ঢাকা দিয়েছেন?

সূত্রমতে, আগস্টের ৩ তারিখ পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস। এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু হাসিনার পতনের পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানা গেছে, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। সুতরাং ধারণা করা হচ্ছে, ফেরদৌস দেশের মধ্যে কোথাও গা ঢাকা দিয়ে আছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে...

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথউপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম...

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব...

ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ...