সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নতুন একটি ভিডিও। এতে অভিষেক তার স্ত্রী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন।
সাদা-কালো ভিডিওতে কালো টি-শার্ট পরা অভিষেক বলছেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো।’
ওই ভিডিওতে অভিষেক আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো সময় কাটাইনি! তারপরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।’
অভিষেকের বিবাহ বিচ্ছেদের ঘোষণার এমন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের চোখে পড়তেই ভক্তরা চিন্তায় পড়ে যান ঐশ্বরিয়া-অভিষেক জুটিকে নিয়ে।
জনপ্রিয় এ তারকা জুটির বিচ্ছেদ হলে তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন কার কাছে থাকবে — মন্তব্যের ঘরে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই। ভক্তদের বেশিরভাগই বলছেন, বিচ্ছেদ হলে মা ঐশ্বরিয়ার কাছেই থাকার সম্ভাবনা বেশি মেয়ে আরাধ্যর।
এদিকে, নেটিজেনদের অনেকেই বলছেন, অভিষেকের এ ভিডিওটি বর্তমান সময়ের মনে হলেও আসল তা নাও হতে পারে। এটি একটি ডিপফেক ভিডিও হতে পারে — এমন মন্তব্যও করেছেন অনেক নেটিজেন।