দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পানিবন্দী মানুষের প্রতি নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। এবার উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সহায়তায় এগিয়ে আসছে ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি। তাদের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে প্রদর্শিত হবে ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
আগামী ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে চার ঘণ্টাব্যাপী চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। সিনেমা প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ‘জীবন সংগ্রামের ছবি’ নামের এ আয়োজনে সিনেমাগুলোর প্রদর্শনী হবে চারটি ধাপে।
প্রথম সেশনে দেখানো হবে ছয়টি চলচ্চিত্র। যেমন, এ কে এম জাকারিয়ার পরিচালনায় ‘ইতি সালমা’, ইভান মনোয়ার পরিচালিত ‘দ্য সাউন্ড ইজ লাউড’, ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’, মাশরুর পারভেজের ‘ইউর আইস’ ও কামরুল আহসানের সিনেমা ‘ঘরে ফেরা’।
দ্বিতীয় সেশনে থাকবে চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনী। সিনেমাগুলো হলো চৈতালি সমাদ্দার পরিচালিত ‘লাইক অ্যা মুভি’, আরিফুর রহমানের ‘রোকাইয়া’, অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’ ও জাহিদুর রহমানের পরিচালনায় ‘ওমর ফারুকের মা’।
এরপর তৃতীয় সেশনে দেখানো হবে আরও তিনটি সিনেমা। এর মধ্যে লিটন কর পরিচালনায় ‘আই সি ইউ’, রাকায়েত রাব্বীর ‘হাওয়াই মিঠাই’, এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘বিস্মরণের নদী’।
সবশেষে চতুর্থ সেশনে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এগুলো হলো আমিনুর রহমান পরিচালিত ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগরের ‘সাইরেন’।
টানা চার ঘণ্টা ধরে চলবে এই চলচ্চিত্র প্রদর্শনী বলে জানা গেছে। চলচ্চিত্র দেখে কেউ অর্থ দিলে তা চলে যাবে বন্যার্ত ব্যক্তিদের সহায়তায়।