সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না: আ. লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল

রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না: আ. লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল

প্রকাশ:

আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারন করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।

আজ বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরন ও ঢেউটিন বিতরন কর্মসূচীতে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। একইসাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আশা করেন, জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তবর্তী সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায়। ছোট স্যাতস্যাতে কক্ষে তাকে থাকতে হতো। জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি।

ফখরুল বলেন, ছয়টি বছর জেলে কাটালেও কখনও মাথা নত করেননি খালেদা জিয়া। তিনি খুব অসুস্থ। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না...

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ...

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও...

সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো নয় বরং...