সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

প্রকাশ:

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ মারা গেছেন। গতকাল রোববার (৯ ডিসেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। খবর এনডিটিভি

আগামীকাল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মান্ডা জেলায় সমাহিত করা হবে। তার মৃত্যুতে কর্ণাটক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছেন।

বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তুলতে তার বিশাল অবদান ছিল। ১৯৩২ সালের ১ মে তিনি মান্ডা জেলার সোমানাহারিতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে কংগ্রেসের রাজনীতি করলেও শেষ পর্যায় এসে তিনি বিজেপিতে যোগ দেন।

১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এদিকে কৃষ্ণের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে তিনি বলেন, ‘এসএম কৃষ্ণজির সঙ্গে বহু বার কথা বলার সুযোগ হয়েছে। তার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের আমি সমবেদনা জানাই।’

ভারতের সংবাদ সংস্থা পিটিআই কৃষ্ণের পরিবারের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ভোর পৌনে ৩টার দিকে মারা যান এসএম কৃষ্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না...

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ...

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও...

সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো নয় বরং...