বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫

বিয়ের খবর জানালেন তাহসান, দোয়া চেয়ে যা জানালেন গায়ক

বিয়ের খবর জানালেন তাহসান, দোয়া চেয়ে যা জানালেন গায়ক

প্রকাশ:

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের ব্যাপারটি সামনে আসে। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠে। সে সময়ে তাহসান জানান বিয়ের তবে আনুষ্ঠানিকতা এখনো বাকি সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তিনি।

সন্ধ্যা হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি প্রকাশ করেন তাহসান। সেই সঙ্গে গানের চার লাইন লেখে দেন ক্যাপশনে। তাহসান খান ক্যাপশনে লেখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়; সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

অন্যদিকে বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক। বর-কনে দুজনেই হাসিমুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন। এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয়।

বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান আর রোজা দুজনেই। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ে নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেন তাহসান। গত শুক্রবার (৩ জানুয়ারি) ছিল তাদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের প্রসঙ্গে তাহসান বলেন, আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ে হয়েছে। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা শনিবার সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।

মিথির সঙ্গে তাহসানের বিচ্ছেদের ৭ বছর পর ফের বিয়ে করলেন তাহসান। কীভাবে তার স্ত্রী রোজার সঙ্গে পরিচয় হলে সে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। রোজার সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে তাহসান বলেন, বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।

জানা যায়, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।

তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন জট, আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে নতুন জটিলতা। এবার সমস্যার কারণ...

সচিবালয়ে গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম...

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।...

তিতুমীর কলেজের মূল ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার

রাজধানীর ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে...