বুধবার, ১২ মার্চ ২০২৫
বুধবার, ১২ মার্চ ২০২৫

দেশে না ফেরার কারণ জানালেন জায়েদ খান

দেশে না ফেরার কারণ জানালেন জায়েদ খান

প্রকাশ:

দেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। অভিনয়ের থেকে ব্যক্তি জীবন নিয়েই তাকে নিয়ে চলে চর্চা। এই অভিনেতা গত কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, আওয়ামী লীগ সরকারকে প্রকাশ্যে সমর্থন করায় এবং দলটির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ভয়ে দেশে ফিরছেন না এই নায়ক। এবার এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান।

অভিনেতা জানালেন, দেশে ফিরতে তার কোনো ভয় নেই। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই অভিনেতা জানান, তিনি কোনো অন্যায় করেননি। দেশে ফিরতে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, না না, আমি ভয় পাচ্ছি না। দেশে তো আর বাবা-মা নাই, ভাই-বোন নাই।

তিনি আরও বলেন, আমি নিউইয়র্কে একটা কোম্পানির সঙ্গে কাজ করছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধ করে আসিনি।

জায়েদ খান আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, শিল্পীরা কখনো অন্যায়-দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন, তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কি না। আমি দেশের আইন অমান্য করেছি? আমি কারোও ক্ষতি করেছি? অবৈধভাবে টাকা ইনকাম করেছি? আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি। অন্যায়ের কাছে মাথা নতো করিনি। যদি করতাম, তাহলে শিল্পীসমিতিই আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো।

অন্যদিকে, অভিনেত্রী নিপুণকে বহিষ্কার করেছে শিল্পী সমিতি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান বলেন, শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের তার সঙ্গে সম্পর্কই রাখা উচিত না। একটা ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন। নায়িকারা হচ্ছেন ভালোবাসার প্রতীক, তারা মানুষের সঙ্গে সাবলীল থাকবে, ভালোভাবে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে...

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথউপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম...

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব...

ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ...