বুধবার, ১২ মার্চ ২০২৫
বুধবার, ১২ মার্চ ২০২৫

ফের টাইব্রেকারে জিতলো মেসির মায়ামি

ফের টাইব্রেকারে জিতলো মেসির মায়ামি

প্রকাশ:

নতুন বছরে এ পর্যন্ত দুইটি প্রীতি ম্যাচ খেলেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে হারিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করা লিওনেল মেসির দল এবার মুখোমুখি হয়েছিল পেরুর ইউনিভারসিতারিও’র। এবারও ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আগেরবারের মতো এবারও জয় মেসি-সুয়ারেজদের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিমার এস্তাদিও মনুমেন্তাল ‘ইউ’তে প্রীতি ম্যাচে ইউনিভারসিতারিওকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ম্যাচের বেশিরভাগ সময়জুড়ে বল দখলে ছিল মায়ামির। তবে প্রতিপক্ষের ৭ কর্নারের বিপরীতে তারা কর্নার আদায় করে ৫টি। সমান ২টি করে হলুদ কার্ড দেখে দু’দল। একাধিক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

ম্যাচের ৭৩ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ। একই সঙ্গে লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসকেও তুলে নেয়া হয়। তাদের বদলি হিসেবে নামেন ডাভিড রুইজ, জুলিয়ান গ্রেসেল এবং রবার্ট টেইলর।

মেসি-সুয়ারেজ মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর মায়ামি আর সেভাবে আক্রমণ চালাতে পারেনি। তবে প্রতিপক্ষও তেমন জোরাল সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে না পারলে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা।

ইন্টার মায়ামির পক্ষে টাইব্রেকারে শট নেন জুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, ডাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমারশ্চি এবং ইয়ানিক ব্রাইট। তারা প্রত্যেকেই বল জালে পাঠান। অন্যদিকে ইউনিভারসিতারিওর দিয়েগো চুরিন, হোরাসিও ক্যালকাতেরা, জাইরো কঞ্চা এবং জোসে রিভেরা বল জালে পাঠালেও তৃতীয় শট নেয়া জাইরো ভেলেজ মিস করেন। এতেই জয় নিশ্চিত হয় মায়ামির।

আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামার ক্লাব স্পোর্টিং সান মিগুয়েলিটোর মুখোমুখি হবে মেসিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে...

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথউপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম...

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব...

ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ...