বিপিএলের এগারতম আসরের জমজমাট লড়াই এখন শেষের দিকে। নানা সমালোচনা ও বিতর্কের মাঝেও উত্তেজনা ছড়াচ্ছে টুর্নামেন্টটি। এবারের বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের সংখ্যা কম থাকায় সমালোচনা হলেও প্লে-অফ পর্বে সেই ঘাটতি পূরণে এগিয়ে এসেছে রংপুর রাইডার্স।
এলিমিনেটর ম্যাচের আগে নিজেদের দলকে আরও শক্তিশালী করতে তিন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আগের দলে থাকা পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ এবং ইংলিশ তারকা অ্যালেক্স হেলস বিদায় নেয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা পূরণ করতেই ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে নিয়েছে রংপুর।
জানা গেছে, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকা পৌঁছেছেন এই তিন তারকা ক্রিকেটার। দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে তারা বিশ্রাম নেবেন এবং এরপর মাঠে নেমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।
এর আগে গুঞ্জন ছিল যে প্লে-অফের আগে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকাকে দলে নিতে পারে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ায় এই সুযোগটা তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করলো দলটি।
এখন দেখার বিষয়, নতুন শক্তি নিয়ে এলিমিনেটর ম্যাচে কেমন পারফরম্যান্স করে রংপুর রাইডার্স।