Home বিনোদন দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না: শ্রীলেখা মিত্র

দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না: শ্রীলেখা মিত্র

0
29

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিনয়গুণে ভক্তদের মুগ্ধ করে চলেছেন অবিরত। তিনি স্পষ্টভাষী। নিজের মতো করে বাঁচতেই পছন্দ করেন শ্রীলেখা। সম্প্রতি পরিচালনায়ও নাম লিখিয়েছেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। স্পষ্ট জানিয়ে দিলেন, সেই পথে যেতে চান না তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনো দূরপর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাঁকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।’

শ্রীলেখা আরও বলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে—এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।’

যদিও স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদের বহুদিন পার হলেও সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে শ্রীলেখার। তাঁদের সঙ্গে এখনো সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। গত ১০ বছরে আমরা আমাদের মতো করে নিজেদের আবিষ্কার করেছি। হয়তো ওটুকুই ছিল আমাদের জন্য বরাদ্দ। একে অন্যকে সম্মান দিয়ে ভালোভাবে সিভিল জীবনযাপন করছি, মেয়ে বড় হচ্ছে, এটাই তো যথেষ্ট।’

দ্রুতই শুরু হবে শ্রীলেখার ছবি ‘মীরজাফর’-এর শুটিং। তাঁর পরিচালিত ছবি ‘এবং ছাদ’ প্রশংসিত হয়েছে। যদিও আগামী ছবির বিষয়ে এখনই কিছু বলতে চান না অভিনেত্রী। এরপর শুটিং শুরু হলেই বিস্তারিত জানাবেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here