১১ মাস পর চাঙ্গা হতে শুরু করেছে পুঁজিবাজার

এগারো মাস পর চাঙ্গা হতে শুরু করেছে পুঁজিবাজার। গত ২৯ মে থেকে ৩ জুলাই সময়ে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ২৯৩টির দর বেড়েছে। এর মধ্যে অন্তত ১০ শতাংশ দর বেড়েছে ৮৮টির। এসব কোম্পানির শেয়ারই এর আগের ১১ মাসে কমপক্ষে ৮ থেকে ৬০ শতাংশ দর হারিয়েছিল।
সর্বশেষ ১৯ কর্মদিবসের মধ্যে ১৪ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৪৪৮ পয়েন্ট বেড়েছে। বাকি ৫ দিনে সূচক কমেছে ১৬৯ পয়েন্ট। আবার টাকার অঙ্কের শেয়ার কেনাবেচাও বেড়ে দ্বিগুণে উন্নীত হয়েছে। গত ২৯ মে ২৪৭ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল। গত ৩ জুলাই তা বেড়ে ৫০৬ কোটি টাকা ছাড়িয়েছে।
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম চার দিন শেয়ারবাজারে বেশ তেজি ভাব ছিল, সূচক বেড়েছিল ৭৮৬ পয়েন্ট। ওই সময় যেসব কারসাজি চক্রের হাতে বাজারের নিয়ন্ত্রণ ছিল, পরে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে।
পরবর্তীতে, একের পর এক যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ পরিস্থিতি জটিল করে তুলেছিল। মূল্যস্ফীতির চাপ সামলাতে সুদের হার বাড়ালে কৌশলী বড় বিনিয়োগকারীরা ট্রেজারি ও সঞ্চয়পত্রে ঝুঁকে পড়েন। ফলে তারল্য সংকট এবং একই সঙ্গে আস্থার সংকট তৈরি হয়।