বাজারে কাঁচা মরিচে আগুন, দাম বেড়েছে তিন গুণ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম

টানা তিনদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টির মধ্যে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। তার মধ্যে কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় আড়াই থেকে তিন গুণ বেড়ে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁওয়ের তালতলা বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন। আবার যারা বিক্রি করছেনও, তারা কম পরিমাণে পাইকারি বাজার থেকে সংগ্রহ করেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের ধরন ও বাজারের অবস্থানভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ লঘুচাপ ও টানা বৃষ্টি শুরুর আগে পাইকারিতে কাঁচা মরিচের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা।

তবে ঢাকার বেশির ভাগ বাজারে কেজিপ্রতি ২৫০ টাকার নিচে কাঁচা মরিচ মিলছে না। বেশির ভাগ দোকানে ২৮০ থেকে ৩০০ টাকায় মরিচ বিক্রি করেছেন বিক্রেতারা। আর পাড়া-মহল্লার দোকান বা যারা ভ্যানে করে মরিচ বিক্রি করছেন, সেখানে দাম আরও বেশি।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ফলে এই সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

কাঁচা মরিচের দাম বাড়লেও অন্যান্য সবজির দাম কিছুটা হাতের নাগালেই রয়েছে। কারওয়ান বাজারে পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়, এক পিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায় এবং পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে চালের দাম অত্যাধিক পরিমানে বাড়তি। যে কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে ভুগতে হচ্ছে।