বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি কত?

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

স্বর্ণের দাম আবারও রেকর্ড গড়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিঙ্গাপুর সময় দুপুর ১২টা ২২ মিনিটে স্পট গোল্ড ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৬৪.৬৯ ডলারে লেনদেন হয়। এর আগে দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৬৭.২৫ ডলারে পৌঁছায়, যা সোমবারের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। শুধু গতকালই স্বর্ণের দাম বেড়েছিল ২ শতাংশ। খবর আল আরাবিয়া

মার্কিন কংগ্রেস নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এতে দেশটিতে সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে বেশি করে স্বর্ণ কিনছেন।

এদিকে বিশ্বের দুই শীর্ষ স্বর্ণ উৎপাদক কোম্পানি নিউমন্ট ও ব্যারিক মাইনিং নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে। নিউমন্টের প্রধান নির্বাহী টম পামার পদ ছাড়বেন বলে আগে থেকেই জানা ছিল। তবে ব্যারিকের প্রধান নির্বাহী মার্ক ব্রিস্টোর পদত্যাগ বাজারকে চমকে দিয়েছে।

চলতি বছরে স্বর্ণের দাম ইতোমধ্যে ৪৭ শতাংশ বেড়েছে। এটি ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উত্থান হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ফলে এ ঊর্ধ্বগতি ঘটছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ও ডয়েচে ব্যাংক স্বর্ণের এই উত্থান অব্যাহত থাকবে বলে মনে করছে।

মার্কিন ট্রেজারি বন্ডের দাম বেড়েছে এবং ডলার দুর্বল হয়েছে। সাধারণত বন্ডের সুদ কমলে ও ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বাড়ে। কারণ স্বর্ণ সুদ দেয় না, আবার ডলার দুর্বল হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়।

জেনেভাভিত্তিক কোম্পানি এমকেএস প্যাম্পের ধাতব কৌশল প্রধান নিকি শিলস বলেন, ‘অতীতে যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম স্থগিত হওয়ার মতো পরিস্থিতিতে স্বর্ণ তেমন সাড়া দেখায়নি। তবে এবার পরিস্থিতি আলাদা কারণ বাজার ইতোমধ্যেই একটি তীব্র বুলিশ ধাপে আছে।’

রূপা ও প্লাটিনাম মঙ্গলবার কিছুটা স্থির থাকলেও বছরের শুরু থেকে যথাক্রমে ৬৩ ও ৭৬ শতাংশ বেড়েছে। বাজারে দীর্ঘদিনের সরবরাহ ঘাটতি ও ইটিএফে বিনিয়োগ প্রবাহের কারণে এ ধাতুগুলোর দাম ঊর্ধ্বমুখী। ধাতুর স্বল্পমেয়াদি ঋণ খরচ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে, যা লন্ডনের মজুত কমে আসছে বলে ইঙ্গিত দিচ্ছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২২৮ টাকায়।