ডাকসু নির্বাচন সফল করতে যেকোনো পরামর্শ নেয়া হবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সবাইকে নিয়ে সফল করতে হবে। এই নির্বাচন সফল করতে যেকোনো পরামর্শ নেয়া হবে। এমনটা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আজ বুধবার (৩০ জুলাই) ঢাবির প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাবি ভিসি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়, সবাইকেই এক্ষেত্রে একসাথে কাজ করতে হবে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ হয়েছিল ডাকসু নির্বাচন। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।