২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৫ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যু ঘটেনি, ফলে চলতি বছরের ডেঙ্গু আক্রান্তে মৃত্যু সংখ্যা এখনও ১৪৫ জনেই রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে পরবর্তী সময়ের ডেঙ্গু সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।
অফিসিয়াল তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪৯, চট্টগ্রাম বিভাগে ৬৬, ঢাকা বিভাগে ৪০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৭, এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন রয়েছেন।
এছাড়া, চলতি বছরের মধ্যে এ পর্যন্ত মোট ৩৫,০২৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং মোট ৩৬,৯২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬০.১ শতাংশ পুরুষ এবং ৩৯.৯ শতাংশ নারী।