জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির পঞ্চম দিন ৪ পোস্টার প্রকাশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র পঞ্চম দিনে প্রকাশিত হয়েছে নতুন পোস্টার ‘গণলুটতন্ত্রী’।

শনিবার (৫ জুলাই) ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, 'আমার চাওয়া-পাওয়ার কিছু নাই, আমি আসছি মানুষকে দিতে' -এই কথাগুলো বলতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিস্ময়কর স্কেলের লুটপাট ছিল স্পষ্ট এবং তা এখন উন্মোচিত হচ্ছে।

পোস্টারে এই লুটপাটকে থিম হিসেবে ব্যবহার করেছেন শিল্পী দেবাশিস চক্রবর্তী। তিনি ‘জুলাই প্রিলিউড’ সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার অঙ্কন করছেন এ লুটপাটকে কেন্দ্র করে।

পোস্টে আরও জানানো হয়, প্রথমে ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও জনপ্রতিক্রিয়া ও অনুপ্রেরণায় শিল্পী আরও পোস্টার তৈরিতে রাজি হয়েছেন। এসব পোস্টারে ধাপে ধাপে তুলে ধরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, অনিবার্যতা এবং ঘটনার রূপ।

আরও পড়ুন: জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসে: উপদেষ্টা আসিফ

এর আগে প্রকাশিত পোস্টারগুলো হলো: ১ জুলাই: ‘রাষ্ট্রীয় মদদে গুম’, ২ জুলাই: ‘বিডিআর ম্যাসাকার’, ৩ জুলাই: ‘শাপলা ম্যাসাকার’, ৪ জুলাই: ‘পরাধীনতার দিনগুলি’।

উল্লেখ্য,‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শুরু হয়েছে ১ জুলাই থেকে এবং চলবে পুরো মাসজুড়ে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মারক প্রদর্শনী, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।