মালয়েশিয়া থেকে ফেরত আসা ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া থেকে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা জঙ্গি নয়। বাকি পাঁচজনের বিষয়ে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
রোববার (৬ জুলাই) সকালে এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মালিয়েশিয়ার পুলিশ প্রধানের বক্তব্যের বিষয়ে আমার জানা নেই। তবে জঙ্গির বিষয়ে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দেশে আগে জঙ্গি ছিল। কিন্তু বর্তমানে কোনও জঙ্গি নেই। বিগত ১০ মাসে দেশে কোনও জঙ্গির ঘটনা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালু হবে। এতে কৃষিপণ্য রফতানি সহজ হবে। একটি পণ্যের ওপর নির্ভর করলে চলবে না। বিভিন্ন ধরণের পণ্য রফতানি করতে হবে।