নির্বাচন নিয়ে নির্দেশনা আসলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী

নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা আসলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন (ইসি) বা কারও কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা আসলে কাজ করবে সেনাবাহিনী।
এদিন সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন আভিযানিক কার্যক্রম তুলে ধরেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত ৪ সপ্তাহে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র ও ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়া আগস্ট থেকে এ পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট ৯ হাজার ৭২৯টি অস্ত্র ও ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও গত ৪ সপ্তাহে ৮১৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সবমিলিয়ে এ পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৬ হাজার ৪৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী রয়েছে বলেও জানিয়েছেন কর্নেল মো. শফিকুল ইসলাম।