দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের: মির্জা ফখরুল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র।এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সে 'ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা'র আয়োজনে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, কারিগরি শিক্ষা নেই, ভোকেশনাল ট্রেনিং নেই, শুধু বিএ-এমএ পাশ তৈরি করছি।

একটা ক্রান্তিকাল চলছে, উল্লেখ করে তিনি বলেন, চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ। রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কেউ জাতি গঠনে কাজ করে, কেউ নিজের স্বার্থে ব্যবহার করে।

তিনি আরও বলেন, রাজনীতির মধ্যে যদি সততা না থাকে, তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

পরে, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।