রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ছাদে আটকা পড়েছেন কয়েকজন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগার পর ভবনের ছাদে কয়েকজন মানুষ আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।