রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুই বাসে আগুন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে এবং কী উদ্দেশ্যে দিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার ভোরের দিকে এই দুটি ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খবর পায়। পরে মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, “আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে খবর আসে যে, মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এরপর দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাসে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।