মোহাম্মদপুরে থানা ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকায় এক ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. সাব্বির আহমেদ (২৮)।

তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। পিতার নাম সিরাজুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ চন্দ্রিমা হাউজিং এলাকার একটি ব্যাচেলর বাসায় বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন।

সোমবার (১০ নভেম্বর) থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কেউ যোগাযোগ করতে পারছিলেন না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে খোঁজ নিতে গিয়ে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সাব্বিরের মৃত্যুর খবরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহযোদ্ধাকে অনেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাব্বিরের বড় ভাই আব্দুল আজিজ জানান, ঘটনার বিষয়ে কিছুই জানি না।লাশ উদ্ধার হয়েছে শুনে এসেছি। কয়েকদিন আগে আমার সঙ্গে হয়েছে।

তিনি আরও বলেন, সাব্বির একাই মোহাম্মদপুর থাকতো। পরিবারের সবাই যাত্রাবাড়ি এলাকায় থাকি। মোহাম্মদপুরে পড়াশোনা শেষে হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রী নিয়ে কিছুদিন চাকরিও করেছে। এখন কিছুই করতো না।

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক।

তিনি বলেন, মোহাম্মদপুর থানার এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতে চিহ্ন নেই। তবে হাত বাঁধা ছিলো। এটা হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে ময়নাতদন্তের পরে জানা যাবে।