১ লাখ ৯৪ হাজার ৩৭৮ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৩৭৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। শনিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১ লাখ ৯৪ হাজার ৩৭৭ জন প্রবাসী ভোটার নিবন্ধনকারী ব্যক্তির মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৪১১ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৭ জন নারী রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে ৩৮ হাজার ২৯৬ জন, মালয়েশিয়ায় ১০ হাজার ৭১০ জন, সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৬৪ জন, কাতারে ৯ হাজার ৪৮৬ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪৬৫ জন, কানাডায় ৯ হাজার ১৩৭ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৮১৯ জন, সিঙ্গাপুরে ১১ হাজার ১৪৩ জন, জাপানে ৬ হাজার ৯২৬ জন, যুক্তরাজ্যে ১০ হাজার ২৭৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭৯১ জন এবং ইতালিতে ৬ হাজার ৮১০ জন রয়েছেন।
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন।
আরও বলা হয়, নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।