‘ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে 'ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
উদ্বোধনী ভাষণে ড. ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তাভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য-প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।
সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।