সোমবারের মধ্যে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (৫ মে) দেশের মাটিতে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসা শেষ না হলেও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, “রোববার ও সোমবারের মধ্যে দেশে ফেরা সম্ভব হতে পারে। আমরা এখনো এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি।” তবে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্ভব না হলে তাঁকে বিজনেস ক্লাসে দেশে আনার পরিকল্পনা রয়েছে।
খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে ১৭ দিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি তারেক রহমানের বাসভবনে অবস্থান করছেন। তাঁর চিকিৎসা চলছে জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের অধীনে।
লন্ডনের চিকিৎসকদের মতে, খালেদা জিয়া দেশে ফিরলেও তাঁকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। যদিও তাঁকে এখনো পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়নি, তবে ফ্লাই করার মতো অবস্থায় তিনি আছেন বলে জানানো হয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তাঁর দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। তবে তাঁদের সন্তানরাও (তিন নাতনি) সঙ্গে থাকবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, কিডনি, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তবে চিকিৎসকদের মতে, লিভার প্রতিস্থাপন করা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। রোজার ঈদের পর থেকে তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়, যা কয়েক সপ্তাহ ধরে চলে। বর্তমানে তিনি আগের তুলনায় ভালো আছেন।