১ কোটি সদস্য সংগ্রহে মাঠে নামছে বিএনপি, কার্যক্রম শুরু ১৫ মে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৪:২৯ পিএম

আগামী ১৫ মে থেকে দেশজুড়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই মাসব্যাপী এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে ১ কোটির বেশি নতুন সদস্য সংগ্রহ করা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত এ কর্মসূচি চলবে এবং দেশের সব বিভাগীয় শহরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সদস্য সংগ্রহ কার্যক্রমের।

রিজভী বলেন, “অনেক তরুণ, মেধাবী ও সজ্জন মানুষ বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী। কিন্তু অতীতে ফ্যাসিবাদী সরকারের সময়ে গ্রেফতার ও নির্যাতনের ভয়ে অনেকেই এগিয়ে আসতে পারেননি। এখন তাদের সামনে সুযোগ এসেছে।”

তিনি আরও বলেন, “অনেকেই আগে আওয়ামী লীগ করতেন, কিন্তু দলটির দুঃশাসন, লুটপাট ও অপশাসনের কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদেরকেও বিএনপির ছায়াতলে আসার আহ্বান জানাচ্ছি।”

এ সময় তিনি জানান, শুধু সংখ্যা নয়, বিএনপির লক্ষ্য হলো গুণগতভাবে সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠনের মাধ্যমে বৃহৎ রাজনৈতিক ভিত্তি তৈরি করা।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থারও হালনাগাদ দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, “চিকিৎসকদের বরাতে জানানো যাচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন।”