হত্যা মামলায় কারাগারে আইভী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০২:২১ পিএম

জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে শুক্রবার (৯ মে) সকালে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাতে আইভীকে গ্রেফতার করতে গেলে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী-সমর্থকরা। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে দেখা দেয় উত্তেজনা।

গ্রেফতারের ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলার সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

গতকাল রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখে নেতাকর্মীরা। আইভীর গ্রেফতার ঠেকাতে দেওভোগের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এসে জড়ো হয়।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে আইভী বলেন, তাদের (পুলিশ) বলবা, আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।