মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রোববার (৬ জুলাই) দুপুরে প্রেসক্লাবে ২০১৮ সালে বিএনপি নেতা ফারুকের ওপর হামলায় জড়িতদের আটকের দাবিতে করা আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
এখন দেশ গড়ার সময়, ভাঙার নয় জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিলো বিএনপি। তবুও প্রতিশোধের স্পৃহা না রেখে জনগনের কল্যানে কাজ করার আহ্বান জানান মান্না।