ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি: নাহিদ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন তারা। কোনো রাজনৈতিক দলও যদি দেশটির পক্ষে যায়, তাদের বিরুদ্ধেও দাঁড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি একথা বলেন।

নাহিদ বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, সেই পথেই এনসিপি চলছে। যখন দেশের মানুষ কথা বলতে পারতো না, তখন নদী চুক্তি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন।

নতুন সংবিধান, বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে তিনি এনসিপির পাশে থাকার আহ্বান জানান। বলেন, সারাদেশের মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন তারা।

একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ফ্যাসিবাদের পক্ষে কেউ কাজ করলে ছাড় দেবে না জনগণ।

এর আগে, নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।