‘গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করা উচিত’

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম

রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় একজন উপদেষ্টার জড়িতের অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গুলশানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করা উচিত।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা নির্বাচন বয়কট করবে বা বানচালের চেষ্টা করবে তারা হারিয়ে যাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। অবৈধ অস্ত্র মাঠে থাকলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে ফ্যাসিস্ট শক্তি।