বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো এহসানুল হক মিলনকে
 
                                            ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় তাকে ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে ফেরত পাঠানো হয়েছে।
 
                 
                                 
                                         
                                         
                                         
                                         
                                        
                                        
                                       