বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে প্রাথমিকভাবে এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে। পরে অন্যান্য আসনের প্রার্থী তালিকা ধাপে ধাপে ঘোষণা করা হবে।
এ লক্ষ্যে সম্প্রতি দেশের ৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। প্রায় দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী ওই আলোচনায় অংশ নেন।
দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘোষিত শতাধিক আসনের প্রার্থীদের পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই সংবাদ সম্মেলনে নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে।