লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
দলীয় সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে লন্ডনে ডেকে পাঠিয়েছেন। তবে এ তলবের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের কৌশলগত সিদ্ধান্ত এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে তিনি লন্ডনে গেছেন।
সালাহউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।