শেখ হাসিনার মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: সালাহউদ্দিন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

শেখ হাসিনা,আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামুনের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ঠ কম।

ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট না হয়, সেজন্য এই রায় একটি শিক্ষা বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।