লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তার পানি

লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তার পানি, খুলে রাখা হয়েছে ৪৪টি জলকপাট। উজানের ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় জেলায় দেখা দেয় বন্যা। গতকাল মঙ্গলবার রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির তোড়ে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি কাঁচা রাস্তা ভেঙে যায়।
তবে আজ বুধবার (৩০ জুলাই) সকাল থেকে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। এখনও পানি বন্দি সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ১৫টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার। ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি; ভেসে গেছে মাছের ঘের।
পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, ধুবনী এলাকায় নদীতীরবর্তী একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। তবে আগামী ২৪ ঘণ্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে এবং ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।