হাতিকে বাঁচাতে গিয়ে আহত চিকিৎসকদের বিজিবির হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন দুই ভেটেরিনারি চিকিৎসক ও একজন পরিবেশ কর্মী। পরে তাদের বিজিবির হেলিকপ্টারে করে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, ভেটেরিনারি সার্জন, ডুলাহাজরা সাফারি পার্ক, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি সার্জন, গাজীপুর সাফারি পার্ক ও মো. আতিকুর রহমান, সদস্য সচিব, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ (কক্সবাজার জেলা শাখা)।

জানা যায়, চিকিৎসার একপর্যায়ে আহত হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

শনিবার (১৬ আগস্ট) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেলিকপ্টারে করে আহতদের রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন আছেন।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে সংস্থাটি সর্বদা অঙ্গীকারবদ্ধ।