গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথর জব্দ, গ্রেফতার ৩

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি জব্দ করেছে র‌্যাব। একই এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার ১ নম্বর কাটাবাড়ীর বাগদা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। এসময় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করা হয়েছে।

সেই কষ্টি পাথরের পর এবার ৩ মণ ওজনের বেদী উদ্ধার। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে।