সিইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে।

কারখানাটিতে কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে, নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো।