২৬ টুকরো হওয়া সেই আশরাফুল হকের দাফন সম্পন্ন
রাজধানী ঢাকার হাইকোর্ট মাজারের পাশ থেকে ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরো মরদেহের সেই আশরাফুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া আল মাহফুজ মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে আশরাফুল হকের খণ্ডিত মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে ২৬ টুকরা মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন এবং এলাকাবাসী।
এদিকে, শুক্রবার এ ঘটনায় বড় বোন বাদী হয়ে আশরাফুলের বন্ধু জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। ওইদিন বিকেলেই মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
র্যাব জানায়, ১৪ নভেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং মরদেহ গুমের পুরো সহযোগিতায় জড়িত ছিলেন।