সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, একজনের মৃত্যু
কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে যাত্রী ওঠার আগমুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনায় নুর কামাল নামে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।
দুর্ঘটনার সময় জাহাজে থাকা ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
বিআইডব্লিউটিএ'র পোর্ট অফিসার মোহাম্মদ ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাই করার জন্য ঘাটে ভিড়ছিলো সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক। এরই মধ্যে ঘাট থেকে ২০০ মিটার দূরে থাকা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায় জাহাজে। পরে তাৎক্ষণিক জাহাজের নাবিকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের উদ্ধার করা হয়।
এদিকে অগ্নিকাণ্ডের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।