ম্যান ইউনাইটেডের পথে মার্টিনেজ

অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সবকিছু ঠিক থাকলে এই বিশ্বকাপজয়ীকে পেতে ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিতে হবে রেড ডেভিলদের।
মূলত, আরও বড় চ্যালেঞ্জের জন্য অ্যাস্টন ভিলা ছাড়তে চান মার্টিনেজ। আর ম্যানচেস্টার ইউনাইটেডও ওনানার পরিবর্তে আছে নতুন গোলরক্ষকের খোঁজে।
মার্টিনেজের পছন্দে নতুন ক্লাব হিসেবে শীর্ষে রয়েছে রেড ডেভিলরা। আর ইউনাইটেড কোচ রুবেন আমোরিমও নাকি ইতোমধ্যেই সম্মতি দিয়েছে এমিকে দলে নিতে।
গোলপোস্টের নিচে এই গোলরক্ষকের দক্ষতার পাশাপাশি দলকে নিয়ে মার্টিনেজের লড়াই করার মানসিকতা মুগ্ধ করেছে আমোরিমকে। ইউরোপের আরও একাধিক ক্লাব মার্টিনেজকে পেতে চাইলেও এই আর্জেন্টাইনের প্রথম পছন্দ ম্যানইউ।