বিশ্বে প্রথম রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি সৌদিতে

রোবটিক নিউরোসার্জারিতে যুগান্তকারী সাফল্য অর্জন করল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে ব্রেন বা মস্তিষ্ক টিউমার অপারেশন করেছে দেশটি। এর মধ্য দিয়ে চিকিৎসায় ইতিহাস গড়ল রিয়াদ।
রাজধানী রিয়াদে অবস্থিত কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে এই সার্জারি করা হয়।
এই যুগান্তকারী অর্জন নিউরোসার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রক্রিয়ায় রোবোটিক হাত ব্যবহার করে ৬৮ বছর বয়সী একজন ব্যক্তির ৪.৫ সেন্টিমিটার ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। ওই ব্যক্তি তীব্র মাথাব্যথাসহ বেশ কিছু মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছিলেন।
শুধু সফল অপারেশনই নয়, রোগীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা মস্তিষ্কের সাধারণ অস্ত্রোপচারের তুলনায় প্রায় চারগুণ দ্রুত।
হাসপাতালটির এ সংক্রান্ত টিউমার বিশেষজ্ঞ ও প্রধান সার্জন ডা. হোমুদ আল-দাহাশ বলেন, “রোবোটিক সিস্টেম ব্যতিক্রমী নির্ভুলতা এবং নিয়ন্ত্রণ প্রদান করে, যা সার্জনদের উচ্চ স্তরের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ নিউরোভাসকুলার কাঠামো শনাক্ত করতে সাহায্য করে।”
অস্ত্রোপচার শেষে একইদিনে রোগীর সচেতন হওয়া এবং স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রেও এই নিউরোসার্জিক্যাল উদ্ভাবন একটি নতুন মানদণ্ড বিশ্বের কাছে উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, একটি থ্রিডি অপটিক্যাল সিস্টেম দ্বারা পরিচালিত এক ঘণ্টার ওই অস্ত্রোপচারের মাধ্যমে সার্জনরা মস্তিষ্কের স্পষ্ট ও বিবর্ধিত দৃশ্য লক্ষ্য করেছেন, যার ফলে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে। উন্নত চিত্র-নির্দেশিত নেভিগেশন প্রযুক্তি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলোকে সুরক্ষিত রেখে সুনির্দিষ্ট টিউমার অপসারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কিং ফয়সাল হাসপাতালের সিইও ডা. মাজিদ আল-ফায়াদ এই মাইলফলকটিকে হাসপাতালের চলমান রূপান্তরের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই অর্জন বিশ্বব্যাপী চিকিৎসার ভবিষ্যত গঠনে কিং ফয়সাল হাসপাতালের ক্রমবর্ধমান ভূমিকাকে প্রতিফলিত করে।”
রোবটিক নিউরোসার্জারি আগমনের আগে জটিল মস্তিষ্কের অপারেশনগুলোতে চিকিৎসকদের হাতে থাকা মাইক্রোস্কোপই ছিল প্রধান ভরসা, যেখানে সফলতা নির্ভর করত চিকিৎসকের হাতের স্থিরতা ও দৃষ্টিনির্ভর নিখুঁত কাজের ওপর। কিন্তু রোবটিক সিস্টেম এখন সেই সীমাবদ্ধতা অতিক্রম করে দিয়েছে। উন্নত স্থিতিশীলতা, কম্পন নিয়ন্ত্রণ ও সূক্ষ্ম দৃশ্যায়নের মাধ্যমে এটি নিউরোসার্জারিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বৈশ্বিক মানদণ্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
এই যুগান্তকারী অপারেশন কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও রিসার্চ সেন্টারের রোবটিক সার্জারির ধারাবাহিক সাফল্যের আরেকটি সংযোজন। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম রোবটিক হার্ট ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল। আর এর মাধ্যমে রোবটিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারির শীর্ষ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিল হাসপাতালটি।
২০২৫ সালের বিশ্বের ২৫০টি শীর্ষ একাডেমিক মেডিকেল সেন্টারের তালিকায় হাসপাতালটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথম এবং বৈশ্বিকভাবে ১৫তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালে ব্র্যান্ড ফাইন্যান্স কর্তৃক মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিউজউইকের ওয়ার্ল্ডস বেস্ট হাসপাতাল ২০২৫, বেস্ট স্মার্ট হাসপাতাল ২০২৫ এবং বেস্ট স্পেশালাইজড হাসপাতাল ২০২৬-এর তালিকাতেও স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। এই স্বীকৃতিগুলোই প্রমাণ করে, উদ্ভাবননির্ভর রোগীসেবায় প্রতিষ্ঠানটি এখন চিকিৎসাখাতে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে উঠে গেছে।