তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

লালসবুজ২৪.কম ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:০২ এএম

মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আগের চেয়ে কিছুটা কমেছে। তবে দিনে সূর্যের ক্ষণিক আলো মাঘের শীত নিবারণে তেমন কাজে আসছে না। এই অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। তবে এরমধ্যেই দু’দিন ঝরতে পারে বৃষ্টি।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্র ও শনিবার ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত আগের মতোই শেষরাত থেকে সকাল অবধি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এই আবহাওয়াবিদ জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে শনিবার (১ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।