কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান: আইএইএ

পরমাণু স্থাপনায় হামলা সত্ত্বেও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
গত ১৩ জুন থেকে ইরানের সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। তবে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার কথা বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। শান্তিপূর্ণ লক্ষ্যেই তাদের এই কর্মসূচি বলেও দাবি তাদের।
গ্রোসি বলেন, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা আবারও সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ শুরু করতে পারবে। কিংবা তার চেয়েও কম সময়ে।
তাছাড়া হামলার আগে ইরান তাদের কাছে থাকা ৪০৮ কেজি ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে ফেলেছে কিনা, এমন প্রশ্ন থেকে যায়। সংস্থাটির কাছে থাকা তথ্য মতে, হামলার আগে ইউরেনিয়ামগুলো ৬০ শতাংশ সমৃদ্ধ ছিল। যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট নয়। তবে তা যদি আরও সমৃদ্ধ করা হয় তবে এটি দিয়ে ৯টি পরমাণু অস্ত্র তৈরি করা যাবে।
ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে জানতে চাইলে গ্রোসি জানান, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। হয়তো কিছু আছে অথবা ধ্বংসপ্রাপ্ত। তিনি বলেন, আমাদের সেখানকার অবস্থা সম্পর্কে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। এছাড়া গ্রোসি ধ্বংসপ্রাপ্ত পরমাণুকেন্দ্র পরিদর্শন করতে চাইলে তা নাকচ করেছে তেহরান।