বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দ্য ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ দশমিক ১ বিলিয়ন ডলারে।
নিজ প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের শেয়ারের ঊর্ধ্বগতির কারণে এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন মাস্ক। মূলত তার গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ঊর্ধ্বগতিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার সম্পদ বৃদ্ধিতে। চলতি বছর ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। এ ছাড়াও রকেট নির্মাণকারী স্পেসএক্স এবং মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর বাজারমূল্যও অবদান রেখেছে মাস্কের অর্ধ ট্রিলিয়ন ডলার অর্জনে।
ফোর্বসের সূচক অনুযায়ী ধনীর তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওরাকল প্রধান ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত মাসেই তার প্রতিষ্ঠানের শেয়ারমূল্য হঠাৎ ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় মাস্ককে পেছনে ফেলে দিয়েছিলেন তিনি। ২৪৫ দশমিক ৮ বিলিয়ন ডলার নিয়ে ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।