৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং অঞ্চলের সীমান্তবর্তী এলাকায়।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের (এনএসএমসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে। গভীরতায় কেন্দ্রস্থল থাকায় বিস্তৃত এলাকায় কম্পন ছড়িয়ে পড়লেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা ও শহরেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়, যা আতঙ্ক সৃষ্টি করে।

ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান আরব, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে গত আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে ৬ মাত্রার একটি ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।