ট্রেন দুর্ঘটনায় স্পেনে নিহত ৩৯

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি দেশটির দশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদের দিকে যাচ্ছিল ট্রেনটি। যাত্রার পর করদোবা এলাকায় বিপরীতমুখী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় দুই ট্রেনে থাকা ৪০০ জন যাত্রী ও কর্মীর মধ্যে অনেকেই আহত হয়েছেন।

দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্বিতীয় ট্রেনের সামনের বগির যাত্রীরা। আহতদের মধ্যে ৪৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে পাঁচ শিশু এবং ১১ জন পূর্ণবয়স্ক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সংঘর্ষের পরপরই জরুরি সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আহত যাত্রীদের ট্রেন থেকে সরানো হচ্ছে।

স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্টে বলেছেন, 'মৃত্যুর সংখ্যা এখনও চূড়ান্ত নয়। দুর্ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রয়োজন হলে সহায়তার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে দ্রুতগতির রেল নেটওয়ার্কের অবস্থান স্পেনে। বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া,মাদ্রিদ, ও মালাগার মতো বড় শহরগুলোর মধ্যে ৩ হাজার কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে।