লালসবুজ২৪.কম
আমদানি বন্ধের সাথে সাথে হিলি স্থলবন্দরে চালের দাম বৃদ্ধি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

আমদানি বন্ধের সাথে সাথে হিলিবন্দরে চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। বুধবার (১৬ এপ্রিল) সব বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ার পর এই মূল্যবৃদ্ধি ঘটে। তবে অন্যান্য পণ্যের আমদানি অব্যাহত আছে।

গত দুইদিনে ২৮০ ট্রাকে ১১ হাজার ৭৫০ টন চাল আমদানি হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সরু জাতের শম্পা জাতের দাম।

ঈদের আগে প্রতি কেজি শম্পা চাল ৬৪ থেকে ৬৫ টায় বিক্রি হলেও এখন দাম হাঁকা হচ্ছে ৬৯ থেকে ৭০ টাকা। এজন্য অধিক লাভের প্রবণতাকেই দায়ী করছেন পাইকারি ক্রেতারা।

এর আগে, সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয় গতকাল মঙ্গলবার।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com