লালসবুজ২৪.কম
জুলাই মাসে রাজস্ব আদায় ২৭,২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪.৩২ শতাংশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এই সময়ে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও বছর ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ প্রতিবেদন বলছে, জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রধান ৩ খাতের মধ্যে কাস্টমস থেকে এসেছে ৯ হাজার ৬০১ কোটি টাকা। পাশাপাশি ভ্যাট থেকে ১১ হাজার ৩৫২ কোটি টাকা এবং আয়কর থেকে ৬ হাজার ২৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আর সবচেয়ে বেশি ভ্যাট থেকে আদায়ের প্রবৃদ্ধি সাড়ে ৩২ শতাংশ।

এর আগে গত অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। ওই সময় আন্দোলনের কারণে রাজস্ব আদায় ব্যাঘাত হয়েছিল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com